Principal



অধ্যক্ষের বাণী

সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ওয়েবসাইটে আপনাদের স্বাগতম।
১৯১২ সালে ব্রিটিশ আমলে আদিয়াবাদ গ্রামের কতিপয় জমিদার প্রভাবশালী কৃষক পরিবারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। আদিয়াবাদ ইসলামী ইংরেজি উচ্চ বিদ্যালয়। প্রথম পথ চলতেই প্রতিষ্ঠানটি চালিত হয়। ১৯১৭ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধিনায় প্রথমে এন্ট্রাস পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করে সকলের দৃষ্টি কাড়ে। কালের পরিক্রমায় এলাকার চাহিদা পূরণে ১৯৯৫ সালে আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ নামে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদানের জন্য বোর্ডের স্বীকৃতি লাভ করে। ২০১৮ সালের ১৫ নভেম্বর সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ নাম ধারণ করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সফল মন্ত্রী জনাব রাজিউদ্দিন আহমেদ রাজু এম পি মহোদয়ের একান্তিক ইচ্ছায় বর্তমানে সরকারি প্রতিষ্ঠান হিসেবে সুনামের সাথে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটি এক শিফটে পরিচালিত হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গঠনে এ প্রতিষ্ঠান ভূমিকা পালন করেছে। বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সরকারের সকল কর্মকান্ড পরিচালনায় আমরা অবিচল। সরকারের মহাপরিকল্পনা ২০৪১ বাস্তবায়নে আমরা অংশীদার হিসেবে সফলতা লাভ করব এই প্রত্যাশা রইল। শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সবাইকে নিয়ে আমাদের সোনার বাংলাদেশ গড়ে তুলবো। শিক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের যুগোপযোগী করে তোলায় আমাদের অধিকার। সেবার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে।

মোঃ নূর সাখাওয়াত হোসেন মিয়া
অধ্যক্ষ
সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ
রায়পুরা, নরসিংদী